২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত কিছু তথ্য ‍SSC Result 2018

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন? বিশেষ করে যারা এস.এস.সি ২০১৮ এর পরীক্ষার্থী ছিলেন তারা তো মোটামুটি এখন খুব আরাম আয়েশেই দিন কাটাচ্ছেন বলে মনে হচ্ছে। দীর্ঘ ১০ বছরের শিক্ষা জীবন শেষে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা দিতে দিতে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিলে। এখন সেই ক্লান্তিভাব দূর করার জন্য অনেক লম্বা একটা ছুটি পেয়ে গেছ। এর মাঝেই পরীক্ষার্থী নাম বদলে এখন হয়ে গেছ ফলপ্রার্থী। যদিও এখনো এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় আছে। এস.এস.সি রেজাল্ট ২০১৮ প্রকাশিত হবে আগামী ০৬ মে ২০১৮ তারিখে।

ssc result 2018 এসএসসি রেজাল্ট ২০১৮

এবছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন পত্র প্রণয়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল গত কয়েকবছর ধরে প্রশ্নফাঁসের যে নজিরবিহীন সংস্কৃতি তা রোধ করার জন্য। তবে এর মাধ্যমে লাভ কিছু হয়েছে কিনা তা কারোরই জানা নেই।

এ বছর অর্থ্যাৎ ২০১৮ সালের অনুষ্ঠিত এস.এস.সি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লক্ষ্যে দুই বছর আগে (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ২১ লাখ ১৪ হাজার ২২২ জন। নিয়মিত এসব শিক্ষার্থীর মধ্যে এ বছর পরীক্ষা দিচ্ছে ১৭ লাখ ৩৯ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী। অবশ্য অনিয়মিত (আগে অনুত্তীর্ণ) ও মানোন্নয়ন পরীক্ষার্থী মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হয়। তবে ব্যবহারিক পরীক্ষা গুলো শেষ হতে আরো কিছুদিন সময় লেগেছিল।

দেশে বর্তমানে দশটি শিক্ষা বোর্ড রয়েছে। নতুন আরেকটি শিক্ষা বোর্ড এর প্রস্তাব করা হয়েছে। একনজরে শিক্ষা বোর্ড সমূহের তালিকা:

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের তালিকা:

১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

২।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্রগ্রাম

৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী

৪।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর

৫।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লা

৬।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,বরিশাল

৭।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেট

৮।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর

৯।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ (এখনও কার্যক্রম শুরু হয়নি)

১০। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

১১। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড

এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য একটি বিষয় ছিল, পরীক্ষার সময় সব ধরনের একাডেমিক কোচিং গুলো বন্ধ রাখা। সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে এমন পরিকল্পনা করেছিল। কারণ সরকারের ধারণা ছিল কোচিং সেন্টার গুলোই মূলত প্রশ্নফাঁসের সাথে জড়িত। কিন্তু এবার কোচিং সেন্টার বন্ধ করেও প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব হয়নি।  প্রায় সবগুলো বিষয়েরই প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেসবুকে ফাঁস হয়েছিল। যা ছিল বাংলাদেশের ইতিহাসে একদম নজিরবিহীন।

তবে সব মিলিয়েই শেষ হয়েছে ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষা গ্রহণ। এখন সময় উত্তরপত্র মূল্যায়ন। উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন হলে খুব দ্রুতই ফল প্রকাশের তারিখ জানিয়ে দেবে শিক্ষা মন্ত্রণালয়। এস.এস.সি রেজাল্ট ২০১৮, দাখিল রেজাল্ট ২০১৮, কারিগরি রেজাল্ট ২০১৮ সবগুলোই একইতারিখে একইসময় প্রকাশ করা হবে।

১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। তবে ফলাফল প্রকাশ ও পরীক্ষা গ্রহণ সবকিছুই সকল বোর্ডে একই সময়ে করা হয়ে থাকে। সেই মোতাবেক এবারও এসএসসি পরীক্ষার ফলাফল সকল বোর্ড একই সময় প্রকাশ করবে। সাধারণত প্রতিবছরই ফলাফল প্রকাশের দিন সকালে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। ঐদিনই দুপুর ২টার পর থেকে সর্বসাধারণের জন্য ওয়েবসাইট রেজাল্ট প্রকাশ করা হয়।

২০১৮ এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ০৬ মে ২০১৮ তারিখে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং প্রতিটি শিক্ষা বোর্ডের আলাদা ওয়েবসাইট থেকেও রেজাল্ট সংগ্রহ করা যাবে। রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে ওয়েবসাইট এ রেজাল্ট দেখার জন্য ভিড় করবে এই কারণে ওয়েবসাইট গুলোতে রেজাল্ট দেখতে সাময়িক কষ্ট হতে পারে। তবে সবার আগে যদি আপনি রেজাল্ট দেখতে চান তবে আমাদের এই SSC Result 2018 পোস্টে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন।

অতীতে যারা এসএসসি পরীক্ষা দিতেন তাদের রেজাল্ট দেখার মধ্যে আলাদা একটা আনন্দ ছিল। কারণ তখন এত প্রযুক্তি ছিল না। ইন্টারনেটে রেজাল্ট দেখাতো ছিল কাল্পনিক বিষয়। বোর্ড থেকে সংক্ষেপে রেজাল্টের একটি কপি পাঠানো হতো যা বিদ্যালয়গুলো তাদের নোটিশ বোর্ডে লাগিয়ে দিতো। কিন্তু এখন যুগ বদলে গেছে। সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। ইন্টারনেট আর আধুনিক প্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই যেকোন পরীক্ষার বিস্তারিত ফলাফল বিবরণী সংগ্রহ করতে পারছে। স্কুল গুলোতে এখনো আগের মতো ফলাফল কপি নোটিশ বোর্ডে লাগানো হলেও ছাত্রছাত্রীদের এখন সেই নোটিশ বোর্ডে ঝুঁলে ঝুঁলে ফলাফল সংগ্রহের প্রতি আগ্রহ অনেক কমে গিয়েছে। অভিভাবকরাও এখন আর স্কুলে গিয়ে অধীর আগ্রহে রেজাল্ট দেখতে যান না। কারণ এখন ঘরে বসে নিজের মোবাইল ফোনের মধ্যেই রেজাল্ট সংগ্রহ করা যায়। আগে নোটিশ বোর্ডে প্রচন্ড ভিড় লেগে যেত ফলাফল প্রকাশের দিন। আর এখন সেই ভিড় লাগে ওয়েবসাইট এর মধ্যে। একদিনে একসাথে এত পরিমাণ মানুষ রেজাল্ট দেখতে ওয়েবসাইটে ব্রাউজ করে যে ওয়েবসাইটগুলো পর্যন্ত ডাউন হয়ে যায়।

বর্তমানে SSC Result দেখার সবচেয়ে সহজ ও জনপ্রিয় দুইটি উপায় চালু রয়েছে। এর মধ্যে একটি হলো এসএমএস আর অন্যটি হলো ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা। আসুন এ দুটি পদ্ধতি নিয়ে একটু বিস্তারিত কথা বলি।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি SSC Result by Mobile SMS

বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানীগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের সময় এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার সুযোগ করে দেয়। মূলত মোবইল অপারেটর কোম্পানীগুলো শিক্ষা মন্ত্রণালয়ের ফলাফল প্রকাশের যে তথ্য ভান্ডার (ডাটাবেজ) রয়েছে তার সাময়িক এবং নিয়ন্ত্রিত এক্সেস পায়। যদিও বাংলাদেশের সব মোবাইল অপারেটর থেকেই রেজাল্ট দেখা যায় তবে মূলত এর নেতৃত্ব দেয় রাষ্ট্রায়ত্ত মোবইল অপারেটর কোম্পানী টেলিটক। ফলাফল প্রকাশের কিছুদিন আগে থেকে মোবাইল অপারেটর গুলো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মাবলী সহ গ্রাহকদের প্রমোশনাল মেসেজ পাঠায়।

ইন্টারনেটের মাধ্যমে এসএসসি রেজাল্ট ‍SSC Result by Internet

বাংলাদেশে ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পর থেকে মূলত মানুষ ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রতি আগ্রহী হওয়া শুরু হয়েছে। মূলত যারা ঘরে বসে ফলাফল সংগ্রহ করেন তাগের মধ্যে বেশিরভাগই ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করেন। প্রতিবছরই এসএসসি রেজাল্ট প্রকাশের দিন দুপুরের দিকে ওয়েবসাইটে সকলের দেখার জন্য রেজাল্ট উন্মুক্ত করে দেয়া হয়। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই ফলাফল দেখা যায়। এ ছাড়াও প্রতিটি শিক্ষাবোর্ডেরই আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেখান থেকেও খুব সহজে রেজাল্ট দেখা যাবে।

SSC Exam 2018 has been completed recently. Now it is time to wait for SSC Result 2018, Dakhil Result 2018, SSC Vocational Result 2018. SSC Result 2018 will be published soon. But Education Ministry not yet declared any date of Result Publication. In this year about 20 Lakhs 31 Thousands 8 Hundreds 99 Students appeared in SSC exam 2018 from 10 Education Board of Bangladesh. There was about 3 Thousands 4 Hundreds 12 Exam center to take SSC 2018 Examination. The written exam started on February 1,2018 and had finished at February 25, 2018.

Facebook Comments

Share This Post

One Response to "২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত কিছু তথ্য ‍SSC Result 2018"

Post Comment