এয়ারটেল বন্ধ সিম অফার | ১জিবি ৩৯টাকা, ৬জিবি ৮৯টাকা, ১০জিবি ২০৯টাকা ইন্টারনেট অফার

এয়ারটেল তাদের বন্ধ সিমের গ্রাহকদের জন্য নতুন ইন্টারনেট অফার নিয়ে এসেছে। এ জন্য তারা বেশ কয়েকটি আকর্ষণীয় ইন্টারনেট অফার ঘোষণা করেছে। এই অফার গুলোর মধ্যে অন্যতম হলো: ১ জিবি ৩৯ টাকা, ৬ জিবি ৮৯ টাকা এবং ১০ জিবি ২০৯ টাকা ইন্টারনেট অফার। তবে এই অফার গুলো পেতে হলে প্রথমে গ্রাহককে ১৯টাকা রিচার্জ করে নিতে হবে। এবং এই ১৯টাকা রিচার্জের জন্য গ্রাহক পাবেন:

  • ৪৫ পয়সা/মিনিট কলরেট যে কোন অপারেটরে সাথে থাকবে ১ সেকেন্ড পালস সুবিধা।
  • স্পেশাল ইন্টারনেট অফার যা নিচে দেয়া হলো।

চলুন এবার বন্ধ সিমে রিচার্জে কি কি ইন্টারনেট অফার দিচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

রিচার্জ এমাউন্টইন্টারনেট ভলিউমমেয়াদ
২৯ টাকা১ জিবি৭ দিন
৪৯ টাকা১ জিবি৩০ দিন
৮৯ টাকা৬ জিবি৭ দিন
৯৭ টাকা২ জিবি৩০ দিন
২০৯ টাকা ১০ জিবি৩০ দিন

কিভাবে চেক করবেন আপনি এই অফারটি পাবেন কিনা? এর জন্য আপনার মোবাইল নাম্বারটি এয়ারটেল এর ওয়েবসাইট থেকে অফার চেকার ব্যবহার করে চেক করে নিতে পারেন। এছাড়াও আপনার মোবাইল থেকে ডায়াল করতে পারেন *৯৯৯# অথবা *২২২*২# অথবা মেসেজ অপশন গিয়ে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে ৯০০০ নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে আপনাকে আপনার অফার সম্পর্কে জানিয়ে দেয়া হবে। এবার চলুন এই অফারগুলোর ক্ষেত্রে কি কি নিয়ম কানুন ও শর্ত রয়েছে।

শর্তাবলী:

  • গ্রাহকগণ এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে যতবার ইচ্ছা এই অফারগুলো নিতে পারবেন।
  • শুধুমাত্র মনোনীত গ্রাহকগণই এই অফারটি নিতে পারবেন। তবে অফার নিতে প্রথমে গ্রাহককে ১৯টাকা রিচার্জ করতে হবে।
  • একই অফার একাধিকবার নিলে সর্বশেষ ক্রয়কৃত অফারটির মেয়াদই ডাটার মেয়াদ হিসেবে প্রযোজ্য হবে।
  • এই অফারগুলোর ক্ষেত্রে অটো রিনিউ কার্যকর হবে না।
  • অফারে প্রাপ্ত ডাটাগুলো যে কোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
  • ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
  • কল রেটের ক্ষেত্রে VAT, SD and SC প্রযোজ্য হবে।

Airtel Bondho Sim Offer | 1GB 29Tk, 6GB 89Tk, 10GB 209Tk Internet Offer

Airtel announced another special internet offer for their inactive customer. To avail this offer at first customer need to recharge 19Tk. After that the customer can avail the following internet offer.

Recharge AmountVolumeValidity
29 Taka1 GB7 Days
49 Taka1 GB30 Days
89 Taka6 GB7 Days
97 Taka2 GB30 Days
209 Taka10 GB30 Days

Eligibility

To check the eligibility you can check your phone number through airtel website or airtel app. You can also dial *999# or *222*2# or Type your phone number and send to 9000.

Terms & Conditions

  • Customer can purchase the offer as many times as possible during campaign period.
  • To avail this offer customer must need to recharge 19 Taka at first.
  • In case of multiple purchase of the same pack, the latest validity will apply.
  • Auto-Renewal is not applicable in this offer.
  • The availed data can be used in any network.
  • To check Internet balance dial *3#
  • Offer is valid until further notice.
  • VAT, SD and SC applicable on call rate.
Facebook Comments

Share This Post

Post Comment