খুব সহজে যেভাবে ভুলে যাওয়া সিমের নাম্বার বের করবেন

যুগের সাথে তাল মিলিয়ে এখন সব মানুষের হাতে হাতে পৌঁছে গেছে মোবাইল ফোন। একসময় যোগাযোগ রক্ষার অন্যতম মাধ্যম চিঠি থাকলেও এখন তা পুরোপুরি দখল করে নিয়েছে মোবাইল ফোন। হাতের মধ্যে এঁটে যাওয়া ছোট এই ডিভাইসে একটি ছোট সিমকার্ড ভরে নিলে মুহুর্তের মধ্যে যুক্ত হওয়া যায় পৃথিবীর যে কোন প্রান্তের সাথে। মোবাইল ফোন ব্যবহার করে যে কোন কাজ করতে গেলেই যে জিনিসটি প্রথম প্রয়োজন হয় তা হলো একটি সিম কার্ড। যা আপনাকে কোন একটি টেলিকম অপারেটর কোম্পানী প্রদান করবে এবং তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই আপনি পুরো পৃথিবীর সাথে যুক্ত হবেন। একসময় এই ফোন এবং সিম শুধু এলাকার ধনী শ্রেনীর মানুষের হাতেই শোভা পেলেও বর্তমানে এর চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন সমাজের উঁচু থেকে নিচু সকল শ্রেনীর মানুষের হাতেই মোবাইল রয়েছে। শুধু তাই নয় অনেকের হাতে থাকে একাধিক মোবাইল। কেউ কেউ একাধিক মোবাইলে ব্যবহার করার জন্য একাধিক সিমকার্ড রাখেন, আবার কেউবা একটা মোবাইলের জন্যই একাধিক সিম কার্ড রাখেন এবং যখন যেটা ভালো লাগে সেটা ব্যবহার করেন। সিম কার্ড কোম্পানী গুলোর নানারকম বিজ্ঞাপন এবং অফারের কারণে প্রতিদিন নতুন নতুন সিম বিক্রি হচ্ছে যার অধিকাংশ ক্রেতারই পূর্বে থেকেও সিম রয়েছে এবং এরা একাধিক সিম এর ব্যবহার কারী। মজার বিষয় হলো  অনেকেই একাধিক সিম ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে নিজের সিম কার্ডের নাম্বারই ভুলে যান। আজকের এই পোস্ট মূলত তাদের জন্যই। আজ আমি আপনাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করবো যার সাহায্যে খুব সহজেই আপনি যে কোন সিমের নাম্বার বের করতে পারবেন।

সাধারণত যারা নিত্য প্রয়োজনে একটিমাত্র সিম ব্যবহার করেন এদের প্রায় সবারই নিজের নাম্বারটা খুব ভালো করেই মনে থাকা। কিন্তু বিপাকে পড়ে তারা যারা একাধিক সিম ব্যবহার করে। কেউ কেউ নিজের নাম্বারগুলো কোথাও টুকে রাখে। তবে তারপরও সমস্যা আছে সেটা হলো একই কোম্পানীর একাধিক সিম থাকলে কোন সিমের নাম্বার কোনটা সেটা বের করতে গিয়ে আবার মুশকিলে পড়তে হবে। যাদের মাথায় বুদ্ধি আছে তারা অন্য কোন নাম্বারে টাকা কল দিয়ে খুব সহজেই নাম্বারটা বের করে নিতে পারে। কিন্তু সমস্যা হলো যদি সিমে টাকা না থাকে কিংবা একাউন্ট মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তাহলে? থাক, আর এত চিন্তায় পড়তে হবে না। আপনাদের সাথে যে টিপস শেয়ার করবো তা দিয়ে খুব সহজেই যে কোন সিমের নাম্বার সম্পূর্ণ ফ্রিতে বের করে নিতে পারবেন।

প্রথমে আপনার যে সিমের নাম্বার জানার প্রয়োজন তাকে যে কোন মোবাইলে প্রবেশ করান। এবার নিচের তালিকা থেকে আপনার অপারেটর অনুযায়ী দেয়া কোডটি ডায়াল করুন।

সিমের নাম্বার বের করার কোড

রবি: আপনার সিমটি যদি রবি কোম্পানীর হয়ে থাকে তবে আপনি আপনার সিম থেকে *140*2*4# ডায়াল করলেই আপনার নাম্বারটি দেখতে পাবেন।

গ্রামীণফোন: গ্রামীণফোন এর গ্রাহকরা তাদের নাম্বার বের করতে চাইলে *2# এই নাম্বারটি ডায়াল করতে হবে।

এয়ারটেল: এয়ারটেলে নাম্বার বের করার সিস্টেমটি গ্রামীণফোনের মতোই। *2# ডায়াল করলেই জেনে যাবেন আপনার নাম্বার। এয়ারটেল এবং রবি কোম্পানী এক হয়ে যাওয়ার কারণে এই নাম্বার ডায়াল করেও রবির গ্রাহকরা তাদের নাম্বার জেনে নিতে পারবেন।

টেলিটক: টেলিটক এর গ্রাহকরা তাদের সিমের নাম্বার বের করতে চাইলে সিম থেকে *551# এই নাম্বারটি ডায়াল করতে হবে।

বাংলালিংক: আপনারা যারা বাংলালিংকের গ্রাহক আছেন তারা তাদের সিমের নাম্বার জানতে মোবাইল থেকে *511# ডায়াল করুন।

আপনাদের সুবিধার জন্য একটি ছবি দিয়ে দিলাম। মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। কাজে লাগতে পারে।

বন্ধুরা আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বাংলা ভিডিও।

আমাদের ইউটিউব চ্যানেল: www.youtube.com/nabatech

আমাদের ফেসবুক পেজ: www.facebook.com/nabatechworld

 

Facebook Comments

Share This Post

Post Comment