নিজেই তৈরী করুন পালস অক্সিমিটার | Diy Pulse Oximeter using Arduino, MAX30100 and Oled Display

ছোট একটি ডিভাইস যার উপর আঙ্গুল দিলেই বলে দিবে এই ‍মুহুর্তে আপনার হার্টবিট কত এবং রক্তে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? আরডুেইনো দিয়ে এরকম সুন্দর একটি মেডিকেল ডিভাইস তৈরী করা যায় তাহলে কেমন হয়? এই পোস্টে সেই বিষয় নিয়েই আলোচনা করা হবে।আমাদের হার্ট প্রতি মিনিটে কতগুলো বিট দিচ্ছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ শতকরা কতটুকু এগুলো একজন ডাক্তারের জন্য রোগীর স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্যারামিটার। বাজারে ছোট পালস অক্সিমিটার পাওয়া যায় যেটা দিয়ে এই প্যারামিটার গুলো পরিমাপ করা যায়। তবে আরডুইনো দিয়েও এ ধরনের ডিভাইস তৈরী করা সম্ভব। এ ধরনের ডিভাইস তৈরী করার জন্য আমাদের যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন হবে তা হলো:

প্রজেক্টটি তৈরী করার জন্য আমাদের যে কোড, লাইব্রেরী এবং ডায়াগ্রাম লাগবে তা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।

ফাইলটি ডাউনলোড করে নিলে এবার ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কম্পোনেন্ট সংযোগ করতে হবে। তারপর আরডুইনো ন্যানোতে আজকের প্রজেক্টের কোডটি আপলোড করতে হবে। আপনাদের বুজার সুবিধার জন্য ভিডিওতে পুরো বিষয়টি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো।

https://youtu.be/9kW10DoQ9tw

বন্ধুরা আশা করছি আজকের টিউটোরিয়ালে যে প্রজেক্টটি তৈরী করে দেখানো হয়েছে আপনারা নিজেরাও এই প্রজেক্টটি তৈরী করতে পারবেন। এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোন প্রশ্না বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

Facebook Comments

Share This Post

Post Comment