মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে নিয়ন্ত্রণ করা যাবে যে কোন ডিভাইস

আরডুইনো দিয়ে অনেক রকম প্রজেক্ট তৈরী করা যায় এটা আমরা সবাই জানি। আজ আমরা খুবই মজার একটি প্রজেক্ট তৈরী করা শিখবো। আমাদের প্রজেক্টটি হবে মোবাইল থেকে মেসেজ পাঠিয়েই যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস কে অন অফ করানো। প্রজেক্টটি তৈরী করার সম্পূর্ণ পদ্ধতি সম্পকর্ে এই পোস্টে আলোচনা করা হবে। পাশাপাশি প্রজেক্টটি তৈরী করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়ালও আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন।

প্রয়োজনীয় যন্ত্রপাতি

প্রজেক্টটি তৈরী করতে গেলে আমাদের যে যে কম্পোনেন্ট লাগবে প্রথমে সে তালিকাটা দেখে নেয়া যাক।

সার্কিট ডায়াগ্রাম

প্রথমেই আমাদেরকে উপরোক্ত কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করতে হবে। এর জন্য আমাদের কি একটি ডায়াগ্রাম অনুসরণ করতে হবে। ডায়াগ্রামে যেভাবে সংযোগ দেয়া হয়েছে আমাদেরকে ঠিক ওইভাবেই সবকিছু সংযোগ দিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা আরডুইনো এবং রিলে মডিউলকে পাওয়ার দেয়ার জন্য একটি ৫ ভোল্ট পাওয়ার এডাপ্টার ব্যবহার করছি এবং শুধু SIM900A জিএসএম মডিউলকে পাওয়ার দেয়ার জন্য আলাদা আরেকটি ৫ ভোল্ট পাওয়ার এডাপ্টার ব্যবহার করছি।

প্রোগ্রাম কোড

আমরা যেহেতু আরডুইনো ব্যবহার করছি তাই আমাদেরকে অবশ্যই আরডুইনোর মধ্যে আমাদের প্রজেক্টটির জন্য প্রয়োজনীয় কোড আপলোড করতে হবে যেন আরডুইনো জিএসএম মডিউল এর সাথে কমিউনেকশন করতে পারে এবং কমান্ড অনুযায়ী রিলে মডিউলকে ড্রাইভ করতে পারে। কোড এবং সাকর্িট ডায়াগ্রামটি নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।

ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে এটিকে এক্সট্রাক্ট বা আনজিপ করে নিতে হবে। তারপর সেখানে যে প্রোগ্রাম ফাইলটি রয়েছে তা Arduino IDE সফটওয়্যারটি ব্যবহার করে প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করে দিতে হবে। এই ধাপটি কারো বুজতে সমস্যা হলে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রোগ্রাম আপলোড হয়ে গেলেই আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ রেডি।

প্রজেক্টটি ব্যবহার করার পদ্ধতি

আমাদের এই প্রজেক্টে আমরা একটি রিলে মডিউল ব্যবহার করেছি। রিলে মডিউলের আউটপুট সাইডে আমরা যে কোন ইলেক্ট্রনিক্স এসি/ডিসি ডিভাইসকে সংযোগ দিতে পারবো। জিএসএম মডিউলটিতে আমরা যে সিম কার্ড লাগিয়েছে সে নাম্বারে আমাদেরকে যে কোন মোবইল থেকে একটি এসএমএস পাঠাতে হবে ডিভাইসকে অন/অফ করার জন্য। ডিভাইসকে অন করার জন্য ‘ON’ এবং ডিভাইসকে অফ করার জন্য ‘OFF’ লিখে মেসেজ পাঠাতে হবে।

বন্ধুরা আশা করছি এই পোস্টে প্রজেক্টটি তৈরী করার ধাপগুলো যেভাবে আলোচনা করা হয়েছে তা আপনারা বুজতে পেরেছেন। আমি চাই আপনারা নিজেরাও প্রজেক্টটি তৈরী করুন। প্রজেক্টটি তৈরী করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে কিংবা কোন বিষয় বুজতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। প্রজেক্টটি ভালো লাগলে এবং এ ধরনের আরো মজার মজার প্রজেক্ট সম্পকর্ে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইলো। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

Post Comment