পর্ব – ১১: PWM কি? আরডুইনোতে PWM ব্যবহার করে অ্যানালগ আউটপুট তৈরী করার পদ্ধতি

বন্ধুরা আমাদের আরডুইনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল “ঘরে বসে আরডুইনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরী করুন” এর ১১তম পর্বে আপনাদের কে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা PWM কি এবং আরডুইনোতে PWM ব্যবহার করে অ্যানালগ আউটপুট তৈরী করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

আরডুইনো বিষয়ক ধারাবহিক টিউটোরিয়ালের সবগুলো পর্ব একসাথে পড়তে এই লিংকে ক্লিক করুন। সবগুলো ভিডিও টিউটোরিয়াল একসাথে পেতে ইউটিউবের এই প্লে লিস্টটি দেখুন।

PWM কি? PWM এর পূর্ণরুপ হলো Pulse Width Modulation. PWM কি বুজতে হলে আমাদের আগে বেসিক কিছু বিষয় বুজতে হবে। কিন্তু আমরা যদি এক কথায় বুজতে চাই তাহলে বলতে হবে যে ডিজিটাল সিগনাল ব্যবহার করে অ্যানালগ আউটপুট তৈরী করা। আমরা এর আগের একটি পর্বে অ্যানালগ ইনপুট কিভাবে নিতে হয় সে বিষয়টা দেখেছি। আজকের পর্বটি হচ্ছে তার উল্টো। তবে মজার ব্যঅপার হলো আমরা আরডুইনোর ডিজিটাল ইনপুট আউটপুট পিন ব্যবহার করেই এই কাজটা করবো। আরডুইনোর কয়েকটি নিদির্ষ্ট পিনে শুধুমাত্র এই PWM সিগন্যাল জেনারেট করা যায়।

PWM সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পর্বে। পাশাপাশি এটি কিভাবে তৈরী করতে হয় এবং এর ব্যবহার কোথায় সে বিষয় সম্পর্কেও ধারণা দেয়া হয়েছে। আশা করছি ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনারা নিজেরাও PWM সিগনাল কিভাবে জেনারেট করতে হয় তা শিখতে পারবেন।

আমি আশা করছি ভিডিও টিউটোরিয়ালটি আপনারা সবাই দেখেছেন এবং PWM সম্পর্কে ধারণা পেয়েছেন। এরপরেও যদি কারো এ বিষয়ে কোন প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে।

আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে ভিডিও গুলো শেয়ার করুন। যারা এখনো Naba Tech World চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ইলেক্ট্রনিক্স এবং রোবটিক্স রিলেটেড যে কোন কম্পোনেন্ট ঘরে বসে অনলাইন থেকে সংগ্রহ করতে ভিজিট করুন Naba Tech Shop

আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

Post Comment